আমাদের কিছু শর্তাবলী – Our Terms And Conditions:
ফন্টবাজার বিডির সকল ফ্রি, এবং প্রিমিয়াম ফন্ট সহ। আমাদের ওয়েবসাইটের সকল ধরনের সেবা গ্রহণ করতে হলে, আপনাকে অবশ্যই নিচের শর্তাবলী মেনে চলতে হবে। নিম্নলিখিত শর্তাবলী সম্পর্কে আপনার কোনো অভিযোগ বা পরামর্শ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের ওয়েবসাইটের যেকোনো কন্টেন্ট ( লিপি/ফন্ট, টাইপফেস, মিডিয়া কন্টেন্ট, কোড, লোগো ইত্যাদি) ফন্টবাজার বিডির অথবা টাইপফেস/ফন্ট ডিজাইনারের নিজস্ব সম্পত্তি। আমাদের ওয়েবসাইটে ব্যবহৃত প্রতিটি লিপি/ফন্ট/টাইপফেস, ফন্টের নাম, লোগো সরকারিভাবে রেজিস্ট্রিকৃত। এবং আইনগত পদ্ধতিতে কপিরাইটের আওতাভুক্ত। আপনাকে ফন্ট ডাউনলোড/কেনার মাধ্যমে ফন্টবাজার বিডি থেকে শুধুমাত্র নিয়ন্ত্রিত/সীমিত আকারে ব্যবহারের অনুমতি (লাইসেন্স) দেওয়া হচ্ছে। এই লাইসেন্স মোতাবেক আপনি পাচ্ছেন :

আপনি ডাউনলোড অথবা ক্রয় করা ফন্টটি আপনার সকল ধরণের ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইনের কাজে ব্যবহার করতে পারবেন।
ফন্টটি আপনি কোনভাবে কাউকে বিতরণ করতে পারবেন না, আপনার ডাউনলোড বা ক্রয়ের মাধ্যমে শুধুমাত্র আপনি ব্যবহার করার অধিকার রাখেন। অন্য কারো কাছে বিক্রি বা ফ্রীতে বিতরণের অধিকার আপনার নেই।
সতর্কীকরণ – Caution:
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনি যদি নিম্ন উল্লেখিত কাজগুলো করেন। তাহলে ফন্টবাজার বিডির কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বাধ্য হবে।

আপনি কোনোভাবেই ফ্রি/প্রিমিয়াম কোনো ফন্টই (.ttf, .otf, .woff এবং .zip ইত্যাদি)। পুনরায় বিক্রি, নিজস্ব ওয়েবসাইটে আপলোড, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বিতরণ বা বিক্রি করতে পারবেন না।
আপনি ফ্রি/প্রিমিয়াম ফন্টের নাম বা যেকোন তথ্য পরিবর্তণ করতে পারবেন না।
আপনি ফ্রি/প্রিমিয়াম ফন্ট নিজের ওয়েবসাটে আপলোড বা যেকোন মাধ্যমে বিতরণ করতে পারবেন না।
আপনি আমাদের ওয়েবসাইট ও ওয়েবসাইট থেকে কোন কন্টেন্ট দিয়ে সাইবার অপরাধের আওতায় পড়ে এমন কোনো কাজ করতে পারবেন না। করলে ফন্টবাজার বিডির কর্তৃপক্ষ কোনপ্রকার দায় বহন করবে না।
ফন্টবাজার বিডি ওয়েবসাইট থেকে কোন তথ্য বা সৃজনশীলতা চুরি করে কোন ধরণের কাজে ব্যবহার করতে পারবেন না।
যদি উপরোল্লিখিত কাজে আপনার জড়িত থাকার কোন ধরণের প্রমান পাওয়া যায়। তাহলে ফন্টবাজার বিডি আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বাধ্য হবে।
শর্তাবলির পরিবর্তন/হালনাগাদ উপরোক্ত সমস্ত বিধিনিষেধ/শর্ত ফন্টবাজার বিডি যেকোনো সময়ে পরিবর্তন বা সংশোধন করতে পারে।
আমাদের এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট (EULA) সম্পর্কে জানুন।