মস্যাযুক্ত ট্রান্সাকশনের ক্ষেত্রে আপনি আপনার ট্রান্সাকশন আইডি/সাকসেসফুল পেমেন্টের স্ক্রিনশর্টটি আমাদের fo*********@gm***.com এ মেইল করে অথবা ফেসবুক পেজে মেসেজ করে পাঠিয়ে দিন। যদি আমাদের তরফ থেকে কোন সমস্যা থাকে, তবে সমস্যাটি ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করা হবে। যদি আপনার ব্যাংকের তরফ থেকে সমস্যা থেকে থাকে, তবে আপনার ব্যাংকের পলিসি অনুযায়ী সমস্যার নিষ্পত্তি পাবেন।
একই ফন্ট একাধিকবার কেনার ক্ষেত্রে আপনি:
১) টাকা ফেরত পেতে পারেন, অথবা
২) আপনার পছন্দের সমমূল্যের অন্য ফন্ট নিতে পারেন।
আপনি ফন্ট ক্রয় করার পরে কোন কারণে কম্পিউটার ফরম্যাট/ মোবাইল ফরম্যাট বা নষ্ট হওয়ার কারণে ফন্ট ফাইলটি হারিয়ে গেলে আপনার ট্রান্সাকশন আইডিটি আমাদের ই-মেল করে বা পেজ ইনবক্সে মেসেজ করে জানালে আমরা ২৪ ঘণ্টার মধ্যে ফন্টটি ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেবো।
ফন্টে কোনো সমস্যা থাকলে বা পরবর্তীতে আপগ্রেড করা হলে, আপনি আপগ্রেডেড ভার্সনটি বিনামূল্যে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ট্রান্সাকশন আইডিসহ আমাদের সাথে ইমেইলে অথবা ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করতে হবে।
* রিফাণ্ডের ক্ষেত্রে ব্যাংকের চার্জ যোগ হতে পারে।
গুরুত্বপূর্ণ তথ্য
সেলার ইনফরমেশন
ফন্ট বাজার বিডি © ২০২২ -২০২৩ সকল স্বত্ব সংরক্ষিত | Developed by Web Muzahid